ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিঞ্চ-স্টয়নিস ঝড়ে অজিদের চ্যালেঞ্জিং স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপরেই বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে অজিদের। হারলেই বেজে যাবে বিদায়ঘণ্টা- এমন সমীকরণ মাথায় নিয়ে আইরিশদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে স্বাগতিকরা।

সোমবার ব্রিসবেনে অনুষ্ঠিত এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফিঞ্চের ঝড়ো ফিফটির পর এদিনও ব্যাট হাতে তাণ্ডব চালান মার্কাস স্টয়নিস। যাতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রানের স্কোর গড়ে অজিরা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৮তম বলে ছক্কা হাঁকিয়েই ফিফটি মার্কে পৌঁছান অজি অধিনায়ক। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৬৩ রান। তার এই ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি চারের সঙ্গে ৩টি ছয়ের মার।

যদিও বাজে ফর্ম অব্যাহত থাকে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। ৭ বলে মাত্র ৩ রান করে ফেরেন ওয়ার্নার। তবে সেটা পুষিয়ে দেন মার্কাস স্টয়নিস। এদিনও ব্যাট হাতে তাণ্ডব চালান ডানহাতি এই মারকুটে। ১৯তম ওভারে আউট হওয়ার আগে করেন ২৫ বলে ৩৫ রান।

এছাড়া মিচেল মার্শের ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রান। আর শেষ দিকে ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। যাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রানের ওই স্কোর গড়তে পারে অস্ট্রেলিয়া।

আইরিশদের পক্ষে এদিন গ্যারেথ ম্যাককার্থি ৩টি ও জশ লিটল ২টি উইকেট লাভ করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি