ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফিফা সেরার তালিকায় নেই মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

গত সপ্তাহেই ইউরো সেরার মুকুট পরেছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। সে তালিকায় যেমন সেরা তিনে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির, এবার ফিফার বর্ষসেরার তালিকায়ও নেই তার নাম। সেরা তিনে জায়গা করে নিয়েছেন, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ আর উয়েফা সেরা তারকা লুক মদ্রিচ।

এদিকে ফিফার সেরা তিনে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোনো তারকার। ওই তালিকায় দেখা যায়নি, ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও। রোনালদো, মদ্রিচ ও সালাহ-কে হচ্ছেন ফিফার সেরা ফুটবলার? তবে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ক্লাব কিংবা বিশ্বকাপ সর্বত্রই দ্যুতি ছড়িয়েছেন মদ্রিচ। অন্যদিকে লিভারপুলকে একাই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে নিয়ে গেছেন সালাহ।

এদিকে চ্যাম্পিয়ন লিগ জিতিয়ে রিয়াল মাদ্রিদকে টানা তিন শিরোপা উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আবার বিশ্বকাপেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। সব মিলিয়ে তার মাথায় যদি ফিফা বিশ্বসেরার মুকুট উঠে, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি