ফিফার কাউন্সিল নির্বাচন স্থগিত
প্রকাশিত : ২০:১৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৫, ২৮ মার্চ ২০১৭
এশিয়ান ফুটবল কনফেডারেশনে ফিফার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রতিবাদী ভোটের মাধ্যমে এই নির্বাচন স্থগিত করা হয়। ভারতের গোয়াতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিফার কাউন্সিলে এশিয়ার তিনজন প্রতিনিধি পাঠানোর জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রতিনিধিদের নিয়ে ভোটের আয়োজন করে এএফসি। আর এতে ৪২-১ ভোটের ব্যবধানে এজেন্ডা বাতিল হয়। জাপান, কুয়েত এবং মালয়েশিয়ার তিনজন প্রতিনিধির ব্যাপারে ভোট দেন প্রতিনিধিরা। একমাত্র সিঙ্গাপুর এই এজেন্ডার পক্ষে ভোট দেয়। এর আগে ফিফার এথিকস কমিশন কাতারের প্রতিনিধি সাউদ আল মোহাম্মদিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছিল। এই অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো উপস্থিত ছিলেন।