ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফিফার বর্ষসেরা গোলদাতার পুরস্কার সালাহর হাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

এই প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা গোলদাতার পুরস্কার জিতলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ২০১৮ সালের বর্ষসেরা  গোলের জন্য সালাহর নাম ঘোষণা করা হয়। এভারটনের বিপক্ষে করা গোলটির জন্য তিনি এই পুরস্কার পান।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ডি-বক্সের ডান দিকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেছিলেন মিশরের এই ফুটবলার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি