ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফিফার বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৮ জানুয়ারি ২০২২

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা দ্য বেস্ট পুরস্কার তুলে দেওয়া হয় রোনালদোর হাতে। 

গতবছর ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন রোনালদো। এখন আন্তর্জাতিক ফুটবলের তার গোল ১১৫টি। এই রেকর্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে পর্তুগিজ তারকাকে।

এই পুরস্কার গ্রহণ করে রোনালদো বলেছেন, ‘এখনও খেলা ও গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করছি।’

পাঁচবার ব্যালন ডি অর পুরস্কার জেতা রোনালদো আরও বলেন, ‘গত ২০ বছর ধরে যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি ভীষণ গর্বিত। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা দারুণ ব্যাপার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি।’

সুখবর জানিয়ে রোনালদো বলেন, ‘এই পথচলায় আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। শিগগিরই আমি আবারও বাবা হবো। আমি খুবই গর্বিত। ’

পতুর্গিজ তারকা বলেন, ‘কদিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি ভালো বোধ করছি। আশা করি, হয়তো আরও চার বা পাঁচ বছর ফুটবল খেলে যেতে পারবো’ 

এদিকে, ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারটি নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডভস্কি। এবার মেসির সঙ্গে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে হারিয়েছেন তিনি। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভান্ডভস্কি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি