ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ফিরতে চান নেইমার, মেসির না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:১২, ১০ মার্চ ২০১৮

নেইমারের দলে ফেরা নিয়ে মুখ খোলেছেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাব পিএসজিতে বাজে পারফরমেন্স করায় সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যাওয়া ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এতেই গোটা বিশ্ব ফুটবলে তোলপাড়। অনেকে বলছেন, নেইমারের এখানে আসাটা ঠিক হয়নি। আবার অনেকেই বলছেন, মেসির ছায়া হয়ে থাকাটাও নেইমারের উচিত না।

তবে সমালোচকদের সমালোচনা ডিঙ্গিয়ে নেইমার ফিরতে চেয়েছেন স্পেনের এ ক্লাবটিতে। এবার সমালোচনার কাতারে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মেসির ভাষায়, `বার্সেলোনা এগিয়ে যাচ্ছে, শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে, দলও ভাল খেলছে। তাই, বার্সেলোনায় নেইমারের কোন দরকার নেই। তবে মেসি না চাইলেও কাতালোনিয়ার দর্শকরা অন্তত নেইমারকে চাইছেন।`

এর আগে মেসির ছায়া হয়ে থাকতে চাননি বলেই দল বদল করেন নেইমার। ১৯৯ মিলিয়ন ইউরোতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে পাড়ি দেন তিনি। তবে লা লিগায় দারুণ পারফরমেন্স করলেও প্যারিসের সেন্ট জার্মেইতে সুবিধে করতে পারছেন না নেইমার। এদিকে পিএসজির টানা ব্যর্থতায় দুয়োধ্বনিও শুনছেন নেইমার। পড়েছেন চোটে। সব মিলিয়ে বাজে দিন পাড় করছেন নেইমার। এরইমাঝে সাবেক সহকর্মীর কথায় আঁতে যে ঘা লেগেছে। এবার দেখার পালা বার্সার কর্তাস্থানীয় ব্যক্তিরা কি বলেন?

সূত্র: ডেইলি স্টার (ইউকে)
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি