ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফিরেই ঘোষণা স্টেইনের: সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৮, ৩ জানুয়ারি ২০১৮

সামনে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলার হাতছানি ডেল স্টেইনের। আর এই সুযোগে এক বছর পর দলে ডাক পেয়েই ঘোষণা করেছেন, মাত্র একটি স্পেলই তাঁকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা উইকেট শিকারীদের শীর্ষে উঠতে তার আর মাত্র ৫টি উইকেট দরকার। আর ভারতীয়দের বধ করেই সেই উইকেটগুলি জয় করতে চান স্টেইন। 

উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে কেপ টাউনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এমন ইচ্ছা প্রকাশ করলেন তিনি। স্টেইন বলেন,‘আমার প্রথম লক্ষ্য সিরিজের উদ্বোধনী টেস্টের একাদশে সুযোগ পাওয়া। খেলতে পারলেই আমি খুশী। সুযোগ পেলে এরপর উইকেট নেয়ার চেষ্টায় মনোযোগী হব। আর এই টেস্টেই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হতে চাই আমি।”

২০০৪ সালে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে স্টেইনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ঝড় তুলেন স্টেইন। ৮৫ টেস্টে ইতোমধ্যে ৪১৭ উইকেট দক্ষিণ আফ্রিকার টেস্ট বোলিংয়ে সেরা ৫ জনের মধ্যে রয়েছেন স্টেইন। কিন্তু ২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়েন স্টেইন। ফলে এক বছরের মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

অবশেষে ঘাড়ের ইনজুরি থেকে সুস্থ হয়ে আবারো মাঠে ফিরেছেন স্টেইন। গত নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ ক্রিকেট দিয়ে মাঠে ফিরেন তিনি। স্টেইনের বোলিং পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয় তাকে। তাই এক বছরেরও বেশি সময় পর আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফেরার স্বপ্ন দেখছেন স্টেইন, ‘আমি আবারো টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি। নিজের পারফরমেন্স দেখানোর জন্য তর সইছে না আমার। আবারো জতীয় দলের জার্সি পড়তে পারবো, এমনটা ভাবতেই আমি শিহরিত হয়ে উঠি।’

উল্লেখ্য, টেস্টে ৪২১ উইকেট নিয়ে প্রোটিয়দের শীর্ষে রয়েছেন শন পোলক। এরপরই ৪১৭ উইকেট নিয়ে দুয়ে রয়েছেন ডেল স্টেইন। ৩৯০ উইকেট নিয়ে মাখায়া এনটিনি, ৩৩০ উইকেট নিয়ে অ্যালান ডোনাল্ড ও ২৯১ উইকেট নিয়ে জ্যাক ক্যালিস যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন।

 সূত্র: গার্ডিয়ান

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি