ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন ফেরদৌসী রহমান ও আব্দুল হাদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৮ জুলাই ২০২২

‘ফিরোজা বেগম’ এই উপমহাদেশে নজরুল সংগীতের এক কিংবদন্তী শিল্পীর নাম। মহান এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড।

প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই ট্রাস্ট ফান্ড থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ এর প্রবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও দেশীয় শুদ্ধ সংগীত চর্চার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এই প্রয়াস।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীন’কে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ভুষিত করা হয়।

করোনার কারণে গত দু’বছর এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে না পারায়, এবছর একই সাথে ২০২০ সালের জন্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই দু’জন গুণী সংগীত শিল্পীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে শিল্পী ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা তার স্বাগত বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন। তিনি অতীত রোমন্থন করে সংগীতের প্রতি শিল্পী ফিরোজা বেগমের নিষ্ঠা, ত্যাগ এবং চর্চা’র কিছু স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী এই স্বর্ণপদক ও পুরস্কার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০ ও ২০২১ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দু’জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি