ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ৯০ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২৩ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

রায়ান চাবুস নামে স্থানীয় এক মুখপাত্র বলেন, ভুমিধসে একটি চাষাবাদ গ্রাম তলিয়ে গেছে। এরইমধ্যে জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা ছুটে গেছেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। তবে ভূমিধসের ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করা হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, নদীর পানি বেড়ে যাওয়ায় বেশিরভাগ বাড়িঘর ভেসে গেছে। মাটির নিচে চাপা পড়া লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা।

ভৌগোলিকভাবে ফিলিপাইন দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে দেশটিতে। গত সপ্তাহেই ঝড়ের তাণ্ডবে ৪৬ জনের মৃত্যু হয়। মৌসুমি ঝড় ‘তিমবিন’র আঘাতের পর বন্যা, ভূমিধসে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দুই কোটি জনসংখ্যার দেশটি।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি