ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে অংশ নেবে চীনা ব্যবসায়ী

প্রকাশিত : ১২:৪১, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪১, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Chineseবাংলাদেশ ব্যাংকের রির্জাভের অর্থ চুরির ঘটনায় মামলা দায়ের পর ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে অংশ নেয়ার কথা জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। এরইমধ্যে সিঙ্গাপুর থেকে ফিলিপাইনে ফিরেছেন কিম অং। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আগামী ২৯শে মার্চ সিনেট কমিটির শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরবেন। এদিকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তানকে। তার জায়গায় এখন দায়িত্ব দেয়া হয়েছে ব্যাংকের চেয়ারপার্সন হেলেন ডি’কে। এরআগে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় দুই ব্যবসায়ী ওয়েইকাং জু ও কিম অংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি