ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনিদের উপর হামলা জঘণ্যতম কাজ: ম্যাঁক্রো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ১৮ মে ২০১৮

গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে ‘ঘৃণ্য কাজ’ হিসেবে বর্ণনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় ইসরায়েলের তীব্র নিন্দা করে ইউরোপের এই নেতা বলেন, ‘বেসামরিক ব্যক্তিদের হতাহতের ঘটনা বিশেষ করে সোমবারের ঘটনায় ফ্রান্স তীব্র নিন্দা জানাচ্ছে।’

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইউরোপীয় ইউনিয়ন-পশ্চিমাঞ্চলীয় বলকান রাষ্ট্রগুলোর এক সামিট শেষে ফরাসি প্রেসিডেন্ট এ কথা বলেন। এসময় তিনি বলেন, ফ্রান্স শান্তিপূর্ণ বিক্ষোভে সবসময় সমর্থন দিয়ে যাবে। একইসঙ্গে হামাসসহ অন্য সংগঠনের বিবৃতি দেওয়ার ঘটনায়ও নিন্দা প্রকাশ করেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনিদের আন্দোলনও যেন উগ্র না হয় সেটিও খেয়াল রাখতে হবে। ইসরায়েলিদেরও মানবাধিকার রয়েছে। তাদের নিরাপদে বাঁচার অধিকার রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার প্রতিবাদে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করে। ওই বিক্ষোভে ইসরায়েলি বাহিনী হামলা চালালে কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজারের বেশি মানুষ আহত হন।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি