ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনিদের সাহায্য কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৭ জানুয়ারি ২০১৮

ফিলিস্তিনিদের সহায়তার জন্য গড়া জাতিসংঘ তহবিলে প্রতিশ্রুত আর্থিক সহায়তার পরিমাণ অর্ধেক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাকি অর্থও দেয়া হবে কি না, তা ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনে চলমান ত্রাণ কার্যক্রম অর্থসংকটে পড়বে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের কর্মকর্তারা।

এ বছর ফিলিস্তিনিদের অর্থনৈতিক সহায়তা হিসেবে সাড়ে বারো কোটি মার্কিন ডলার দেয়ার কথা ছিলো। কিন্তু এখন তার বেশির ভাগ অর্থ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘকে ৬০ মিলিয়ন ডলার পাঠাবে। কিন্তু বাকি ৬৫ মিলিয়ন ডলার দেয়া হবে কি না, তা ভবিষ্যতে বিবেচনা করবে তারা। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, জাতিসংঘ ফিলিস্তিনে যে সব অতি প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলো সেগুলো চালিয়ে যেতে না পারলে, গুরুতর সংকট তৈরির আশঙ্কা রয়েছে।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রায় ৩০ শতাংশ অর্থ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি