ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুটপাতের হকার ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ হলেও যানজট কমেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৪ মে ২০১৭ | আপডেট: ১২:১২, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

ফুটপাতের হকার ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদসহ গেলো দুই বছরে ঢাকার দুই মেয়রের কিছু উদ্যোগ প্রশংসা পেলেও যানজট সহনীয় পর্যায়ে আসেনি। তবে দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বাস-বে, যাত্রী ছাউনিসহ নানা প্রকল্পের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। যানজট কমাতে ঢাকার সব বাসকে ৭ কোম্পানীর আওতায় ৭টি রুট করার প্রকল্পও হাতে নেয়া হয়েছে। এতে যানজট কমানো ছাড়াও শৃংখলা আসবে পরিবহনে।

তিলোত্তমা ঢাকা নগরীর এ যেনো চিরচেনা রূপ। বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণসহ নানা পদক্ষেপের পরেও ট্র্যাফিক জ্যাম আছেই।

সমস্যা সমাধানে ঢাকার দুই মেয়র বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন। উত্তর সিটি এলাকার তেজগাঁর বাস স্ট্যান্ড উচ্ছেদ উল্লেখযোগ্য উদাহরন। রাস্তার উপর ট্রাক রাখা বন্ধ হওয়ায় খুশি সাধারণ মানুষ।

দক্ষিনের গুলিস্তান এলাকার হকার উচ্ছেদ আলোচিত ঘটনা। তবে হকার উচ্ছেদ হলেও ঐ স্থানে দীর্ঘ সময় ধরে রাখা হচ্ছে বাস।

বিশেষজ্ঞরা বলছেন, নগরে শৃংখলা ফিরিয়ে আনতে দুই মেয়রের ভূমিকা প্রশংসনীয়। যদিও আরো অনেক কিছু করার আছে বলে মত তাদের।

দক্ষিণ সিটি মেয়র জানান ট্রাফিকজ্যাম মুক্ত ঢাকা উপহার দিকে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি।

আর উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, ট্রাফিক জ্যাম কমাতে ১৭০টি কোম্পানীকে ৭টি; আর ১৬৯টি থেকে কমিয়ে রুট করা হবে ৭টি। নামানো হবে আরো ৪ হাজার বাস।

এমআরটি, উড়াল সেতুসহ বিভিন্ন মেঘা প্রকল্পের মাধ্যমে আগামী ১ বছর পর ট্রাফিকজ্যাম নিয়ন্ত্রনে আসবে বলে আশা করছেন তারা।

https://youtu.be/9LpC-7KO_Kc


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি