ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুটবলকে উজ্জিবীত করতে বিসিবি সভাপতির সহায়তা চেয়েছেন সাবেক ফুটবলাররা

প্রকাশিত : ১৮:৫৮, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ফুটবলকে উজ্জিবীত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সহায়তা চেয়েছেন সাবেক ফুটবলাররা। বুধবার বিসিবি সভাপতির বাসভবনে এই ব্যাপারে আলোচনা করেছেন একাধিক সাবেক ফুটবলার। এই সময় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, কায়সার হামিদ, আব্দুল গাফফারসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির বিপক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দেন তারা। আলোচনা শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের জানান, এ ব্যাপারে অচিরেই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি