ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফুটসালে বড় হার মেয়েদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২ মে ২০১৮ | আপডেট: ২২:৩৩, ২ মে ২০১৮

এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার বিপক্ষে ৭-১ গোলে হেরেছে সাবিনারা। মঙ্গলবার থাইল্যান্ডে অনুষ্ঠিত এ খেলায় বড় হার দিয়ে শুরু করল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মেয়েরা। তবে সেটা ফুটবলে নয় ফুটসালে।

ফুটসাল সাধারণত বাংলাদেশে ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত। ফুটসাল হলেও সেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মেয়েরা।

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ছাড়া বাংলাদেশের অন্য কোনো নারী ফুটবলারদের পরিচয় ছিল না। খুব অল্প কয়েক দিনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টটিতে গিয়েছে তারা। প্রথম দিনে মাঠে নেমেই বুঝল, ফুটবল ও ফুটসালের মধ্যে কতটা পার্থক্য।

প্রথমার্ধেই মালয়েশিয়ার সাথে বাংলাদেশ পিছিয়ে যায় ৫-১ গোলে। তখনই মনে হয়েছিল বড় হার দিয়ে ফুটসালে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি