ফুডপ্যান্ডা অ্যাপেই রাইডারদের বকশিশ দেওয়া যাবে
প্রকাশিত : ১৮:৩৬, ২১ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:৩৭, ২১ নভেম্বর ২০২২
অ্যাপেই রাইডারদের বকশিশ (টিপ) দিতে সম্প্রতি ‘টিপ ইউর রাইডার’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে অর্ডার করার সময় টিপ দেওয়ার এ ফিচার ব্যবহার করা যাবে।
ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অর্ডার করার সময় খুব সহজেই টিপের জন্য বিভিন্ন পরিমাণ অর্থ নির্বাচন করা যাবে। গ্রাহকরা সর্বনিম্ন ১০ টাকা টিপ দিতে পারবেন। অ্যাপের চেক আউট পেজ অথবা ওয়েবসাইটের কার্ট পেজে টিপের অর্থসহ মোট বিল দেখা যাবে।
গ্রাহকদের দেওয়া টিপের পুরো অর্থ সরাসরি রাইডারদের অ্যাকাউন্টে যোগ হবে। গ্রাহক আগ্রহী হলেই কেবল এ ফিচার ব্যবহার করে রাইডারদের টিপ দিতে পারবেন। শুধুমাত্র ব্যাংকের কার্ড বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অ্যাপে থাকা অপশনের মাধ্যমে বিভিন্ন পরিমাণ অর্থ টিপ হিসেবে রাইডারদের দিতে পারবেন গ্রাহক।
আরও পড়ুন