ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুরফুরে আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:২১, ৩০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। দুটি করে ম্যাচ জিতেছে দু’দলই। এবার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর পাকিস্তানকে উড়িয়ে ফুরফুরে মেজাজে আফগানরা। 

মহারাষ্ট্রে ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর আড়াইটায়।

ইনজুরি বিধ্বস্ত দল নিয়ে বিশ্বকাপে প্রথমদিকে ধুকতে হয়েছে ৯৬’র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। টানা তিন ম্যাচেই হার। তবে নেদারল্যান্ডসের পর ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ছন্দে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে লঙ্কানরা।

লঙ্কানদের এবারের প্রতিপক্ষ আফগানিস্তান। যেকোনো পরিসংখ্যানেই আফগানদের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এই বিশ্বকাপে দুটি বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। মাঠে নামার আগে তাই সতর্ক সিলভারউডের শিষ্যরা।

তিন বছর পর বল হাতে নিয়েই চমক দেখিয়েছে অ্যাঞ্জলা ম্যাথিউস। এছাড়া কাসুন রাজিথাদের সাথে স্পিন বিভাগে কম্বিনেশনটাও বেশ দুর্দান্ত। ব্যাটিং লাইনে ভালো করছেন সামরাবিক্রমা-নিশানকারা। আফগান ম্যাচেও এই ধারায় থাকতে চায় শ্রীলঙ্কা।

এদিকে, ইংল্যান্ড-পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে এশিয়ার অন্যতম পরাশক্তি বনে গিয়েছে আফগানিস্তান। টপ অর্ডারে গুরবাজ-রহমত শাহ-ইব্রাহীম জাদরানরা চমক দেখাচ্ছে প্রতিনিয়তই। সেইসাথে তাদের স্পিন বিভাগ বিশ্বসেরা। 

লঙ্কানদের বিপক্ষেও এই পারফরম্যান্স ধরে রাখার পরিকল্পনা করছে জোনাথন ট্রটের শিষ্যরা।

বিজয়ী দল নিজেদের শেষ তিন ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জন্য লড়াই করবে। হেরে যাওয়া দল শেষ তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্ট সংগ্রহে জমা করবে। তখন অন্যান্য দলের সাথে সেমিতে খেলার সুযোগ থাকবে তাদেরও।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান। এরমধ্যে লঙ্কানদের জয় ৭টিতে, আফগানিস্তানের জয় ৩টি এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে আফগানদের বিপক্ষে দু’বারের দেখাতেই জয় পেয়েছে লঙ্কানরা।

গত সেপ্টেম্বর সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। এশিয়া কাপের ওই ম্যাচে ২ রানে জিতেছিল লঙ্কানরা।  

শ্রীলঙ্কা দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারতেœ, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথুজ।

আফগানিস্তান দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন উল হক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি