ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুরফুরে মেজাজে নেইমার, বিরক্ত ব্রাজিল সমর্থকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কান্না দেখে আরও বেশি বিমর্ষ হয়ে পড়েছিলেন ব্রাজিল সমর্থকরা। এইবার নেইমারকে পার্টিতে পাওয়া গেছে ফুরফুরে মেজাজে। যা দেখে, অনেকেই মন্তব্য করেছেন হারের হতাশা হয়তো কাটিয়ে উঠেছেন নেইমার। 

তবে নেইমারের পার্টি করার খবরে অনেক ব্রাজিল সমর্থক বিরক্তিও প্রকাশ করেছেন।

সাও পাওলোতে বোনের বাড়িতে বড় পার্টিতে মাততে দেখা গেছে নেইমারকে। পার্টিতে ছিলেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনিও। বিভিন্ন সেলেব্রিটিদের মধ্যে দেখা গেছে গায়ক জোয়াও গোমেসকে।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)-১(২) ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেয় সেলেসাওরা। সেই ঘটনার এক সপ্তাহ না পার হতেই নেইমারের পার্টি করার খবরে অনেকেই সমালোচনা করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি