ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ফুরিয়ে আসছে ফেসবুকে বিনা মূল্যে খবর পড়ার দিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২৩, ২৫ জুলাই ২০১৭

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিনামূল্যে খবর পড়ার দিনে ফুরিয়ে আসছে।  খবর পড়তে হলে ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খবর প্রকাশক বা সংবাদ সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতু্ন এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবহারকারী কতগুলো খবর পড়তে পারবেন বা শেয়ার করতে পারবেন, তা নির্দিষ্ট করা থাকবে। অর্থাৎ বিনা মূল্যে নির্দিষ্টসংখ্যক খবর পড়া বা শেয়ার করার সুযোগ থাকবে। এর বেশি হলে অর্থ খরচ করতে হবে।

ফেসবুকের খবর অংশীদারত্ব বিভাগের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ফেসবুকে নির্দিষ্ট প্রকাশকের ১০টি খবর পড়া যাবে। এর বেশি খবর পড়তে হলে অর্থ খরচ করতে হবে। নিউইয়র্কে গত মঙ্গলবার এক সম্মেলনে ব্রাউন এ কথা বলেন। সংবাদ সংস্থাগুলো ফেসবুকের কাছে তাদের সাবসক্রিপশন সুবিধা দেওয়ার দাবি করছিল বলে এ সময় তিনি উল্লেখ করেন।

ব্রাউন বলেছেন, প্রকাশকদের সঙ্গে আলোচনার প্রাথমিক পর্যায়ে আছে। সাবসক্রিপশনভিত্তিক উন্নত ব্যবসার মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে।

এদিকে, ফেসবুকের একচেটিয়া বিজ্ঞাপনের কারণে নাখোশ যুক্তরাষ্ট্রের প্রকাশকরা। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সংবাদ প্রকাশকেরা একজোট হয়ে গুগল ও ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসার বিরুদ্ধে দাঁড়াতে কংগ্রেসের কাছে অনুমতি চেয়েছে।

বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের অধিকাংশ গুগল ও ফেসবুকের দখলে। গুগল ও ফেসবুক লিংক শেয়ারের ফলে মূল ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। খবর সেখানে পোস্ট হলেও প্রকাশকেরা ক্ষতির মুখে পড়ছেন। ফলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে একজোট হয়েছে।

সূত্র: হাফিংটন পোস্ট।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি