ফুল-ফাগুনের আবাহনে চলছে বসন্ত বরণ
প্রকাশিত : ০৮:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
'বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।' বসন্ত মানেই শ্যামলে স্বপনে গহনের উচ্ছাস। পলাশের লাল আর বাসন্তীর বর্ণিল ছটা। শীতের রূক্ষতা আর গ্রীষ্মের দাবদাহে ফাঁকে মরমের ঋতু বসন্ত। ফুল-ফাগুনের আবাহনে চলছে ঋতুরাজের বরণ।
বসন্ত কি শুধুই ফোটা ফুলের খেলা? অন্তত ষড় ঋৃতুর বাংলাদেশে তা নয়। বসন্ত মানেইতো বাসন্তী রঙের বর্ণিল ছোঁয়া। শীতের রুক্ষতা আর গীষ্মের দাবদাহের মাঝে এই সময়টুকু বাগানের ফুল দোলা দেয় মানুষের মনে। উৎসব আয়োজনে ঋতুরাজকে বরণ করে নেয়া বাঙালির রীতি।
প্রাণের ছোঁয়া নিয়ে ফাগুন দিনের প্রকৃতিতে এলো ঋতুরাজ বসন্ত। শীতের ঝড়ে পড়া বিষন্ন পাতারা বসন্তে পেলো পূর্ণ যৌবন। প্রকৃতির সঙ্গে মানুষ ও মেতে ওঠে উৎসবে। পত্র পল্লবে প্রাণ সঞ্চারিত হয় গাছে গাছে। বসন্ত বাতাসে কোকিলের কুহুতান আর আম্র মুকুলের সুবাস।
বাঙালি বসন্তে ভালোবাসতে জানে। আর জানে বলেই ফাগুনের প্রথম দিনে প্রিয় মানুষের হাতে হাত রাখে। এই ফাগুনেই মরতে পারে মায়ের ভাষার জন্য । বসন্ত তাই রাঙিয়ে তোলে বাঙালি মন।
গ্রীষ্মেও রুক্ষ মাটিতে বর্ষা আনে প্রাণ, শরতে কাশ ফুলের দোলায় উৎসবের আমেজ। হেমন্তে দিগন্ত জোড়া ফসলের হাসি, শীতে পিঠে পুলির সঙ্গে কুয়াশা মাখা সকাল। ষড় ঋতুর এই পরিক্রমায় বসন্ত আসে নব আনন্দের বারতা নিয়ে।
নাগরিক জীবনে বসন্ত নিয়ে তাই আয়োজনের কমতি নেই। বসন্ত রঙে রঙিন সবাই।
পহেলা ফাল্গুনে সামাজিক যোগাযোগ মাধ্যেমেও জমে থাকে আবেগ আর ভালোবাসা। বসন্তদিনে ফেসবুকও রঙিন হয়ে উঠছে বসন্ত সেলফি আর ঋতুরাজকে বরণ করে নেয়ার আবেগ অনুভূতিতে।
আরও পড়ুন