ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ফুলগাজীতে ম্যাস হিস্টরিয়ায় ৮ শিক্ষার্থী আক্রান্ত

প্রকাশিত : ১৮:০৬, ১৮ মার্চ ২০১৯

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার জাতীয় সংগীত পরিবেশনের পরে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নবম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এই শিক্ষার্থীকে অজ্ঞান হওয়ার পর পর দেখে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর আরও ৭ ছাত্রী অজ্ঞান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার জানান, খবর পেয়ে সাথে সাথে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ফোনে অবগত করেন। এছাড়া ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে সেখান থেকে ডাক্তার শরফুদ্দিন মাহমুদ এসে তাৎক্ষণিক অজ্ঞান হওয়া ৮ ছাত্রীকে পর্যবেক্ষণ করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। অজ্ঞান হওয়া ছাত্রীরা হলো- নবম শ্রেণীর শামীমা আক্তার, অষ্টম শ্রেণীর সাবরিনা আক্তার, সপ্তম শ্রেণীর রাজিয়া সুলতানা, নাজিফা আক্তার, সায়েরা আক্তার, তানিয়া আক্তার, উম্মে সুমাইয়া, নাহিদা আক্তার।

ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাহাব উল্লাহ রিটু জানান, ফুলগাজীতে ম্যাস হিস্টরিয়ায় ৮ জন ছাত্রী আক্রান্ত হয়। এর মধ্যে ২ জন কিছুটা সুস্থ হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বাকী ৬ জন আগামী দিনের (মঙ্গলবার) মধ্যে সুস্থ্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এ চিকিৎসক।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এটি ‘ম্যাস হিস্টরিয়া’ রোগ হতে পারে। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে, মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হতে পারে।

এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি