ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ফেইসবুক আনছে ওয়াচ পার্টি ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১৮ জানুয়ারি ২০১৮

ওয়াচ পার্টি নামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এই ফিচারের মাধ্যমে ফেইসবুক গ্রুপের সদস্যরা ভিডিও দেখতে পারবেন। ভিডিও’র সাথে চ্যাট করারও সুবিধা থাকছে।

এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে ফেইসবুক। গ্রুপের অ্যাডমিন ভিডিও সিলেক্ট করে দিলেই একই সময়ে একই ভিডিও দেখতে গ্রুপের অন্য সদস্যরাও দেখতে পারবেন। ভিডিওগুলো লাইভ কিংবা রেকর্ড করাও যাবে এখান থেকে।

ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অব প্রডাক্ট ফিডজি সিমোই জানান, একসাথে ভিডিও দেখার সুবিধার্থেই এ ফিচার যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে ওয়াচ পার্টির পরিধি আরো বাড়ানো হবে। ইউটিউব থেকে নিজেদেরকে আলাদা রাখতে ফেইসবুক লাইভ স্ট্রিমিংয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি