ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশিত : ২০:১৫, ১১ ডিসেম্বর ২০১৭
সিলেটের ফেঞ্চুগঞ্জের পালবাড়িতে ২৩০ কেভি সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ফেঞ্চুগঞ্জ ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে গ্রিড সেকশনের কর্মকর্তারা। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার জানিয়েছেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গেছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হলে আরও কয়েকদিন সময় লাগবে। তবে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকৌশলীরা কাজ করছেন বলে জানান তিনি।
একে//
আরও পড়ুন