ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ফেনী-১ আসনে খালেদার মনোনয়নপত্র বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৬, ২ ডিসেম্বর ২০১৮

ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান মনোয়নয়নপত্র বাছাই করেন। এ সময় মামলাজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
ফেনী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের রিটার্নিং কর্মকর্তাকে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বিচারাধীন। চেম্বার জজ আদালত মামলাটি বেঞ্চে পাঠিয়ে পুনঃশুনানি করার নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বেগম খালেদা জিয়ার পক্ষে এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি