ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত : ২৩:১৪, ১৪ অক্টোবর ২০১৮
`কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ফেনীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। পরে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা।
কেআই/এসি
আরও পড়ুন