ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১১:০০, ১৩ জুলাই ২০১৯

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যা কবলিত প্রায় সব গ্রাম থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে মুহুরী, কহুয়া ও সিলোনিয় নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও নদীগুলোর পাশের বাঁধের অন্তত ১০ স্থানে ভাঙ্গন থাকায় সে সব অংশ দিয়ে এখনও পানি প্রবেশ করছে। এতে অনেক ঘর-বাড়ি, ফসলি জমি, গ্রামের সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। 

জানা যায়, গত মঙ্গলবার ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০টি স্থানে বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়। ইতোমধ্যে বন্যার পানি নামতে শুরু করায় নতুন করে ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে বাঁধ ভাঙ্গে ঢলের বান বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় কাঁচা ঘর ও গাছপালা বিলীন হওয়ার হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুর ও ঘেরের মাছ। নষ্ট হয়েছে রবি শস্য ও ফসলি জমি। চলাচলের অনুপযাগী হয়ে পড়েছে গ্রামের কাঁচা ও পাকা সড়কগুলো।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব ঘোষণা ছাড়া ত্রান বিতরণ করা হয়েছে। এবং দুর্গত এলাকায় না গিয়ে ইউনিয়ন ও উপজেলা পরিষদসমূহ থেকে ত্রাণ বিতরণ করায় প্রকৃত দুর্গতরা ত্রান পাচ্ছেন না বলে অভিযোগে উঠেছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি