ফেনীতে বাসচাপায় স্ত্রীসহ সেনা কর্মকর্তা নিহত
প্রকাশিত : ০৮:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৯:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর নিজকুঞ্জরা এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিক্সার তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরার কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নিহতরা হলেন ছাগলনাইয়ার গোপাল উইনিয়ন নাঙ্গল মোড়া গ্রামের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু তাহের ও তার স্ত্রী পারভিন আক্তার স্বপ্না এবং একই এলাকার সিএনজি চালক মনা মিয়া।
স্থানীয়রা জানায়, সিএনজি অটোরিক্সাটি নিজকুঞ্জরার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারায়।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। বেপরোয়া বাসটিকে আটকের চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন