ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৭, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৩:০৭, ১৫ আগস্ট ২০১৯

ফেনীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পিকনিকের বাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের সবাই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

পুলিশ ও আহতরা জানায়, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী প্রাইম প্লাস পরিবহনের (ঢাকা মেট্টো-ব- ১৪-৭৫৭৮) বাসটি মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত ও আরও ২০ জন গুরুতর আহত হয়।  নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল পাঠানো হয় এবং আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফেনীতে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয় এবং ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফেনী ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই মো. কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি