ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের অশ্রুশিক্ত নেইমার, বিদায় ট্র্যাজিক হিরো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৮, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০১:১১, ১০ ডিসেম্বর ২০২২

নেইমার ও দানি আলভেস

নেইমার ও দানি আলভেস

Ekushey Television Ltd.

ঠিক যেন বিশ্বকাপের ট্র্যাজিক হিরো! পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ২০ বছর ধরে। সেই স্বপ্নের সবচেয়ে বড় সারথি নেইমার। স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপটা ছিল বেশিই। কিন্তু নেইমার এবারও হতাশ করলেন সেলেকাদের। এবারও বিদায় নিলেন অশ্রুশিক্ত নয়নেই।

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারার পর রীতিমত বিধ্বস্ত ব্রাজিল। সময়ের সেরা দল নিয়ে এসেও সেই কোয়ার্টার থেকেই ছিটকে গেল সেলেকাওরা। 

এমন স্তব্ধ করা হারে বাঁধ ভেঙ্গে যায়, আটকে রাখতে পারেনি নেইমারের কান্না। টাইব্রেকারে পঞ্চম শটটি নেওয়ার জন্যই হয়তো প্রস্তুতি নিচ্ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু তার আগেই খেল খতম! 

মার্কিনিয়োসের শট পোস্টে লেগে ফিরে আসলে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়া। অন্যদিকে নেইমার ফেটে পড়েন কান্নায়। তাকে সান্ত্বনা দিচ্ছিলেন প্রিয় সতীর্থ দানি আলভেস।

হেক্সা জয়ের জন্য কী করেননি নেইমার! প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে গোড়ালি মচকে যাওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ারই উপক্রম হয়েছিল। গ্রুপের বাকি দুই ম্যাচও খেলতে পারেননি। কিন্তু চোট কাটিয়ে ঠিকই ফিরে আসেন শেষ ষোলোর ম্যাচে। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া সেই জয়ে একটি গোলও করেন তিনি। 

এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত ছন্দে। নির্ধারিত ৯০ মিনিটেও যখন কোনো গোল হয়নি, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেই বাজিমাত করেন নেইমার। ১০৫ মিনিটে দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য এক গোল এনে দেন ব্রাজিলকে। 

কিন্তু সেই উল্লাসের রেশ বেশি সময় থাকেনি। ১২ মিনিট বাদেই পেতকোভিচের গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। অন্যদিকে নেইমার বনে গেলেন ট্র্যাজিক হিরো। ২০১৪, ২০১৮ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও নেইমারের গল্পটা সেই একই থাকলো!

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি