ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৬ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৯:০৭, ৬ এপ্রিল ২০২৩

সাড়ে ৩শ’র বেশি ফিলিস্তিনিকে আটকের ২৪ ঘন্টা পার না হতেই জেরুজালেমে আল আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।  

স্থানীয় সময় বুধবার শেষ রাতে মসজিদে প্রবেশ করে ইসরায়েলী পুলিশ। এসময় তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেটে ছুঁড়ে মসজিদের ভেতরে থাকা সবাইকে বের করে দেন। 

তাদের দাবি, মুখোশধারী আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়ে মসজিদের ভেতরে অবস্থান করছিলো। 

এ ঘটনার আগের রাতেও ওই মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। আটক করে সাড়ে ৩শ’র বেশি ফিলিস্তিনিকে। 

এদিকে হামলার পর পরই গাজায় ৯টিরও বেশি রকেট হামলা চালায় হামাস। পাল্টা জবাবে ইসরায়েলও বিমান হামলা চালায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি