ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের একসঙ্গে ক্যাটরিনা-হৃত্বিক?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫০, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘ব্যাং ব্যাং’-এর পর আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন ও বিউটি কুইন ক্যাটরিনা কাইফ।


ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার-এর জীবনীমূলক একটি সিনেমায় অভিনয়ের কথাবার্তা চলছে এই দুই তারকার।


সম্প্রতি আনন্দ কুমার হৃত্বিক রোশনের সঙ্গে আলাপচারিতার পর নিজের অভিজ্ঞতা টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি লিখেছেন, এইমাত্র মুম্বাই থেকে পাটনায় ফিরছি। কিন্তু হৃত্বিক রোশনের মতো মহাতারকার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভুলতে পারছি না। যেভাবে তিনি তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছেন, তাতেই প্রমাণ পেয়েছে, কেবল শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবেও তিনি বড়মাপের।


আনন্দ কুমারের এই টুইটের পর থেকেই কানাঘুষা চলছে, তার বায়োপিকের নায়ক হতে চলেছেন হৃত্বিক রোশনই। এর ঠিক কয়েকদিনের মধ্যেই ক্যাটরিনার সঙ্গে আড্ডার ছবি প্রকাশ করলেন আনন্দ।


নিজের বাড়িতে ক্যাটরিনার হাজির হওয়ার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, দীর্ঘ সময় ধরে আলাপ হলো ক্যাটরিনা কাইফের সঙ্গে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি