ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৬ আগস্ট ২০১৭

উত্তর কোরিয়া জাপান সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর। খবর বিবিসির।


শনিবার দেশটির গ্যাংওন প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়। ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ক্ষেপনাস্ত্রগুলো ব্যর্থ হয়।
উত্তর কোরিয়ার দাবি, মার্কিন মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পাঠানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর আমেরিকা বা গুয়াম অঞ্চলের জন্য মোটেই হুমকি নয়।


যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনা যৌথ সামরিক মহড়া দিচ্ছে। এমন সময় ক্ষেপনাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।


যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র কমোডর ডেভিড বেনহাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায় ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়।


এরআগে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুমকি দিয়েছিলেন, আগস্টের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাঘাঁটি গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করবে তার দেশ। এ নিয়ে কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


গত এপ্রিলের শেষে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সে সময় দেশটি যুক্তরাষ্ট্রের যেকোনো অবস্থানে হামলায় সক্ষম বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


সর্বশেষ খবর অনুযায়ী আগের চেয়েও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি