ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজায় সহিসংতা

ফের জাতিসংঘের প্রস্তাবনা আটকে দিল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২ জুন ২০১৮ | আপডেট: ১২:৪১, ২ জুন ২০১৮

ফিলিস্তিনের গাজার অধিবাসীদের রক্ষায় জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, গাজায় সহিংসতার জন্য হামাসকে দায়ী করে যুক্তরাষ্ট্র বলছে, হামাসকে শায়েস্তা করতে পারলেই গাজা উপত্যকায় শান্তি ফিরে আসবে।

গত দুই মাসে ফিলিস্তিনের ঘরে ফেরা আন্দোলনে গুলি চালিয়ে অন্তত ১২৩ জনকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েলি নৃশংসতার শিকার হয়েছেন অনেক সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীও।

নিরপত্তা পরিষদে কুয়েত ওই প্রস্তাবনা এনেছিল। প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও অন্যতম পরাশক্তি রাশিয়া। ভোট দেওয়া থেকে বিরত থাকে ব্রিটেন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও ইথিওপিয়া। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কেবল যুক্তরাষ্ট্র-ই এ প্রস্তাবনার বিপক্ষে ভোট দিয়েছে।

এদিকে প্রস্তাবনার বিপক্ষে ভেটো দিতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন কূটনীতিক নিকি হ্যালি বলেন, ‘এই প্রস্তাবনা একপাক্ষিক। এতে কেবল ফিলিস্তিনিদের কথা বলা হয়েছে। তা ছাড়া গাজা উপত্যকায় সহিংসতার জন্য কেবল হামাস-ই দায়ী। তাই সবার আগে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে পিএলও।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি