ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফের ভাইরাল বিরাটের ভাংড়া নাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৯ জুলাই ২০১৮

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি-ধাওয়ান ভাংডা় নাচে মাতিয়ে দিয়েছেন ভক্তদের। যে নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রস্তুতি ম্যাচে ভারতীয় সংস্কৃতির স্বাদ দিতে প্রথম দিন থেকে এ ভাংড়া ও ঢোলের ব্যবস্থা রেখেছিল এসেক্স৷

শুক্রবার এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিংয়ে নামার সময় ঢোলের তালে তালে নাচতে শুরু করে দেন বিরাট কোহলি। অধিনায়কের পাশাপাশি একই ভঙ্গিতে নাচতে দেখা গেল ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে৷ একেবারে পাঞ্জাবি স্টাইলে নাচতে শুরু করে দেন বিরাট এবং ধাওয়ান৷

ইংল্যান্ডের মাটিতে কোহলিদের প্রস্তুতি ম্যাচে ভারতীয় সংস্কৃতির স্বাদ দিতে প্রথম দিন থেকে ভাংড়া ও ঢোলের ব্যবস্থা রেখেছিল এসেক্স৷ ম্যাচের প্রথম দিন `জয় হো` গানের তালে মাঠে কোহলিদের স্বাগত জানানো হয়৷ এরপর দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে ঢোল ও ভাংড়ার তালে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে স্বাগত জানায় এসেক্স৷

তবে বিদেশ সফরে এই প্রথমবার এমন নাচের ঘটনা নয়। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর গিয়েও ভাংড়া নাচতে দেখা গিয়েছিল বিরাট কোহলি-শিখর ধাওয়ান এই দুই ক্রিকেটারকে৷ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার স্ট্রিট মিউজিকের সঙ্গে ভাংড়ার বোলে পা মিলিয়েছিলেন দিল্লির দুই ক্রিকেটার৷

সূত্র- জি নিউজ

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি