ফের মা হচ্ছেন ব্রিটিশ রাজবধূ?
প্রকাশিত : ১২:৪৫, ১৯ জুলাই ২০১৭
ফাইল ছবি
ফের মা হতে চলেছেন ব্রিটেনর রাজবধূ কেট মিডলটন? পোল্যান্ডের একটি সংস্থার অনুষ্ঠানে ডাচেস অফ কেমব্রিজের একটি মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছেন মিডিয়া কর্মীরা।
ডিউক অফ কেমব্রিজ উইলিয়ামের সঙ্গে দুই সন্তান-রাজকুমার জর্জ এবং রাজকুমারী শার্লটকে নিয়ে পোল্যান্ড এবং জার্মানিতে গ্রীষ্মকালীন সফরে গিয়েছেন কেট। সোমবার পোল্যান্ড পৌঁছান রাজদম্পতি। এটা রাজকুমার জর্জের তৃতীয় এবং রাজকুমারী শার্লটের দ্বিতীয় রাজকীয় সফর।
পোল্যান্ডের ওয়ারশতে ইনকিউবেটর কোম্পানি ‘দ্য হার্ট’ আয়োজিত একটি অনুষ্ঠানে দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন কেট। সেখানে উদ্যোক্তারা জর্জ এবং শার্লটের জন্য কিছু খেলনা উপহার দেন। উপহার নেয়ার সময় স্বল্প সময়ের ব্যবধানে দুই সন্তানের জননী হওয়া কেট মিডলটন বলেন, তারা আরো সন্তান চান।
এরপরই জল্পনা শুরু হয়েছে, উইলিয়াম এবং কেট কি আবার সন্তানের কথা চিন্তা করছেন, নাকি কেট আবার গর্ভবতী হয়ে পড়েছেন? নাকি পুরোটাই শুধু মজার ছলে বলা! ঘটনা যাই হোক, জল্পনা কিন্তু চলছেই।
//এআর
আরও পড়ুন