ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ফের শীর্ষে লিভারপুল

প্রকাশিত : ০৯:৩৩, ৬ এপ্রিল ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে সাউথ্যাম্পটনের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ আল সালাহ ও তার দল। এতে টেবিলের টপার ম্যানসিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল অলরেডরা।

শুক্রবার রাতে সেন্ট ম্যারি’জ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে লিভারপুল। ম্যাচের ৯ মিনিটের মাথায় সতীর্থের ফ্লিকে বাড়ানো বল ছোট ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন শেন লং।

সমতায় ফিরতে মরিয়া লিভারপুল গোলের দেখা পায় ম্যাচের ৩৬তম মিনিটে। ডান পাশ থেকে আলেক্সান্ডার আরনল্ডের ক্রস থেকে হেড দিয়ে লিভারপুলকে সমতায় ফেরান নেবি কেইটা। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর গোল পেতে মরিয়া অতিথিরা সাফল্যের দেখা পায় ম্যাচের ৮০তম মিনিটে। জর্ডান হেন্ডারসনের হেড দিয়ে দেওয়া পাস থেকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ।

এর ৬ মিনিট পর আরেকটি প্রতি-আক্রমণে জয় নিশ্চিত করেন হেন্ডারসন। রবার্তো ফিরমিনোর বাড়িয়ে দেওয়া বল বাম পায়ের শটে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় ব্যবধান আর বাড়েনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এ জয়ে শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৮২। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি