ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফের স্বপ্নভঙ্গ ইরানের, এশিয়ান কাপের ফাইনালে কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪

এশিয়ান কাপে ফের স্বপ্নভঙ্গ ইরানের। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার।

বুধবার দোহার আল থুমামা স্টেডিয়ামে দু’দলের সেমিফাইনাল লড়াইটা হয়েছে দুর্দান্ত। এগিয়ে গিয়েও কাতারের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হলো না ইরানের। 

ম্যাচের ৪ মিনিটেই গোল পায় ইরান। তবে তাদের সে লিড টিকেছিল মাত্র ১৩ মিনিট। 

ম্যাচের ১৭ মিনিটেই ম্যাচে ফেরে কাতার। ৪৩ মিনিটের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

বিরতি থেকে ফিরে শুরুতেই পেনাল্টি থেকে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে ইরান। কিন্তু ৮২ মিনিটে ঘরের মাঠে নায়ক বনে যান আল মুইজ। 

তার দুর্দান্ত গোলে রোমাঞ্চকর লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়নদের হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল শিরোপাধারীরা।

১৯৬৮, ১৯৭২ ও ১৯৭৬ সালে টানা তিন শিরোপা জয়ে পর আর ফাইনালে উঠতে পারেনি ইরান। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তমবার দলটি বিদায় নিল শেষ চার থেকে।

আগামী শনিবার শিরোপা লড়াইয়ে কাতারের প্রতিপক্ষ জর্ডান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি