ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল-২০২৩

ফের হৃদয়ের ব্যাটে ঝড়, হ্যাটট্রিক জয় সিলেটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:১৭, ৯ জানুয়ারি ২০২৩

তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয়

Ekushey Television Ltd.

আগের ম্যাচের মতো আজও ব্যাট হাতে ঝড় তোলেন সিলেটের তরুণ তুর্কি তৌহিদ হৃদয় ও জাকির হাসান। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। আউট হয়েছেন ১০ বলে ২০ রানের ইনিংস খেলেই। 

তবে আবারও আগ্রাসী ব্যাটি করেন হৃদয়। আদায় করেন টানা দ্বিতীয় ফিফটি। তার ৫৬ রানের ইনিংসে ভর করেই টানা তৃতীয় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করা তৌহিদ হৃদয় হন ম্যাচ সেরা। তার ৩৭ বলের মারকুটে ইনিংসে ছিলো ৪টি ছক্কার সঙ্গে ৩টি চারের মার। এছাড়া শান্ত ১৯ বলে ২০ ও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে।

কুমিল্লার হয়ে মোহাম্মদ নবি ও খুশদিল শাহ ২টি করে উইকেট লাভ করেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কুমিল্লার ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৫৭ রান করেন জাকের আলী।

এছাড়া ডেয়িড মালান ৩৭ ও সৈকত আলী ২০ রান করেন। সিলেটের পেরেরা-আমির ২টি করে এবং মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি