ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফের ৫০ হাজার টাকা ছাড়াল সোনার ভরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৫, ৯ জানুয়ারি ২০১৮

বাংলা নববর্ষকে সামনে রেখে ফের বাড়লো সোনার দাম। বর্ধিত দাম অনুযায়ী আগামীকাল বুধবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রি হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

স্বর্ণের এ দাম বাড়ার কারণ হিসেবে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বর্ধিত চাহিদাকে দেখাচ্ছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চড়া। অন্যদিকে দেশে বিয়ের মৌসুম চলছে। সে কারণে চাহিদা বেশি। কিন্তু সে তুলনায় সরবরাহ কম। তাই আমরা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, এর আগে ২০১২ সালে সোনার দাম বেড়ে ৬০ হাজারে উঠেছিল। এরপর বিভিন্ন সময়ে উঠানামার পর ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ৫০ হাজার টাকার নিচে নেমে আসে। গত সেপ্টেম্বরে তা আবার ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলেও পরের চার মাসে ৫০ হাজার টাকার নিচে ছিল। বর্ধিত দাম অনুযায়ী এখন ভালো মানের সোনার দাম বাড়ল ভরিতে এক হাজার ৪০০ টাকা। অন্যান্য মানের সোনার দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩০০ টাকার মতো। সর্বশেষ ২৫ ডিসেম্বর সোনার দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। শীতের শুরুতে ২৬ নভেম্বরও সোনার দাম বাড়ানো হয়েছিল।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রি হবে। বর্তমানে এই মানের সোনা ৪৯ হাজার ৩৩৯ টাকায় বিক্রি হচ্ছিল।

এছাড়া বুধবার থেকে ২১ ক্যারেট মানের সোনা ৪৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেট মানের সোনা বিক্রি হবে ৪৩ হাজার ১৫৭ টাকায়।

সে অনুযায়ী ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দরও ভরিতে এক হাজার ৪০০ টাকা করে বেড়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৫ টাকা বেড়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা, যা এখন ২৫ হাজার ৬৬১ টাকায় মিলছে। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং স্বর্ণ আমদানির নীতিমালা দ্রুত প্রণয়নের দাবি জানানো হয়।

 

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি