ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেরার বার্তা দিলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই পড়লেন ইনজুরিতে, তবুও হাল ছাড়েননি। চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক। এবার বার্তা দিলেন ফেরার।

ইনজুরি কাটিয়ে ৪ ডিসেম্বরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজেকে প্রস্তুত করেই ফিরবেন শেষ ষোলোতে।

দ্বিতীয় ম্যাচের মতো ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও তাকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ক্যাসেমিরোর গোলে আগের ম্যাচটা জিতেলেও এদিন আর গোল পাননি কেউই। 

ম্যাচের আগে অবশ্যই নেইমারকে দেখা গেছে ইনডোরে অনুশীলন করতে। সঙ্গে ছিলেন চিকিৎসকরাও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে নেইমার লিখেন, ‘আমি ফিরছি’।  

ভিডিওটিতে দেখা যায়, বল নিয়ে দৌড়াচ্ছেন নেইমার, হেড নিচ্ছেন, লাফ দিচ্ছেন। নিজের দুই পায়ের শক্তি দেখাচ্ছেন অনুশীলনের মাধ্যমে। 

আর এই ভিডিও দেখেই সাহস পাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে কি শিগগিরই ফিরছেন নেইমার? জবাবটা এখনই পাওয়া না গেলেও, মিলবে নকআউট পর্বের প্রথম ম্যাচেই।

আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে হারানো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তিতের ব্রাজিল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি