ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুক আইডি নেই মির্জা ফখরুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে। সুতারাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনও ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই।

তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনও ধরনের প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য সং‌শ্লিষ্ট‌দের অনু‌রোধ জানিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বিএনপির মহাসচিব। বিজ্ঞপ্তি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি