ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফেসবুক আইডি হ্যাকের সন্দেহ হলে যা করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের বিচরণ যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছে সেসব আইডিতে বহিরাগতদের অনুপ্রবেশ অর্থ্যাত হ্যাকিং এর চেষ্টাও। আর এমন কোন আইডি হ্যাক হলে যে কী ভোগান্তি পোহাতে হয় তা ঐ আইডি’র ব্যবহারকারীই বেশ ভালোভাবে টের পান। গত শুক্রবার ফেসবুক জানিয়েছে যে, পৃথিবীর বিভিন্ন দেশের অন্তত পাঁচ কোটি আইডি হ্যাকিং এর শিকার হয়েছে। তাই এসব মাধ্যমে থাকা আইডিগুলোর সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। এরপরেও যদি মনে সন্দেহ জাগে যে আপনার আইডি হ্যাক হতে পারে তাহলে নিচের পরামর্শগুলো মেনে চলুন।

লগইন ডিভাইস তালিকা দেখুন

একটি আইডি থেকে ফেসবুকে লগ ইন করা হলে যে ডিভাইস থেকে আইডিটি লগ-ইন করা হয় তার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায় ফেসবুকের কাছে। তাই যদি সন্দেহ করে থাকেন যে আপনার আইডিতে অন্য কেউ লগ-ইন করেছে কী তাহলে ফেসবুক থেকে লগড-ইন ডিভাইসের তালিকা দেখুন।

এর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুণঃ

ফেসবুক থেকে সেটিংস-এ যান। সেখান থেকে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ অপশনে ক্লিক করলে যেসব ডিভাইস থেকে আপনার আইডি লগইন করা হয়েছে তার তালিকা দেখা যাবে। লগইনের দিন, তারিখ এমনকি কোন শহর থেকে লগইন করা হয়েছে তাও দেখে নিতে পারবেন।

এগুলোর মধ্যে কোনটি নিয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেই ডিভাইসে ক্লিক করে সেই ডিভাইসকে ‘রিমুম’ করে দিন অথবা সেখান থেকে ‘লগআউট’ করে বের হয়ে আসুন।

বদলে নিন পাসওয়ার্ড

আইডি নিয়ে কোন সন্দেহ তৈরি হলে বিন্দুমাত্র দেরি না করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। পাসওয়ার্ডের প্যাটার্ন হওয়া উচিত একই সাথে সহজ এবং জটিল। অনেকেই ডিভাইসে পাসওয়ার্ড সেভ করে রাখেন তাই দীর্ঘদিন পাসওয়ার্ড দেওয়া না হলে এক সময় তা ভুলে যাবেন। তাই পাসওয়ার্ড সহজ হওয়া উচতি এই অর্থে যেন তা সহজেই আপনি মনে রাখতে পারেন।

আর জটিল হওয়া উচিত এই অর্থে যেন আপনার পাসওয়ার্ড খুব সহজে অন্য কোন ব্যক্তি অনুমান করতে না পারে। এরজন্য বড় হরফের অক্ষরের সাথে ছোট হরফের অক্ষর আর সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

নতুন পাসওয়ার্ড সেট করা হলে ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে জানতে চাওয়া হবে যে, আপনি অতীতে যেসব ডিভাইস থেকে লগইন করা আছেন সেগুলো থেকে লগ আউট হবেন কী না। এক্ষেত্রে যে ডিভাইস আপনি ঐ মুহুর্তে ব্যবহার করছেন সেটি বাদ দিয়ে বাকি সব ডিভাইস থেকে লগ আউট করে নেওয়াই ভালো।

 

‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন‌’ চালু করুন

আইডি হ্যাক হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগে হ্যাক যেন না হয় সেদিকে খেয়াল রাখাই মনে হয় সবথেকে ভালো। এরজন্য ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ বা দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করা যায়। এই ব্যবস্থায় আপনি শুধু পাসওয়ার্ড দিয়েই আইডিতে লগ ইন করতে পারবেন না। আপনি আইডি নাম আর পাসওয়ার্ড দেওয়ার পর সেগুলো ঠিক হলে আপনার মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে। অথবা আপনার ই-ইমেইলে একটি লগইন লিংক যাবে।

সেই ওটিপি বা লিংক থেকে আপনাকে আইডিতে প্রবেশ করতে হবে। ফেসবুক, টুইটারসহ এখন প্রায় সবধরণের সাইটেই এই ব্যবস্থা আছে।  

 

ট্রাস্টেড কনট্যাক্ট

আইডি সুরক্ষিত রাখার বিশেষ এক ফিচার আছে ফেসবুকে। এটি হচ্ছে ট্রাস্টেড কনট্যাক্ট। এই ফিচারে আপনি আপনার পাঁচজন বিশ্বস্ত বন্ধুর ফেসবুক আইডিকে ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে তালিকাভুক্ত করুন। আপনার আইডি যদি কখনও হ্যাক হয় অথবা হ্যাকিং এর চেষ্টা করা হয় তখন এই ট্রাস্টেড কনট্যাক্ট এর সাহায্যে আপনি আইডিতে প্রবেশ করতে পারবেন।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি