ফেসবুক এজেন্ট এইচটিটিপুলের ভ্যাট পরিশোধ
প্রকাশিত : ১৬:১০, ২৩ সেপ্টেম্বর ২০২০
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে ৯১ লাখ ৩৯ হাজার টাকা ভ্যাট জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল। গতমাসে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এ ভ্যাট সংগ্রহ করে।
এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল এর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা জমা দেয়।
চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে।
এইচটিটিপুল এর ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।
এআই/এমবি
আরও পড়ুন