ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ফেসবুক নিয়ে এল ‘ফটো গার্ড’নিরাপত্তা টুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৮ অক্টোবর ২০১৭

প্রোফাইল ছবির অপব্যবহার আটকাতে বিশেষ উদ্যোগ নিল ফেসবুক। সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে তারা ‘ফটো গার্ড’নামের একটি নিরাপত্তা টুল পরীক্ষামূলক ভাবে ভারতে চালু করেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভারতে পরীক্ষা চালানোর পর শিগগিরই এই ফিচারটি অন্যান্য দেশেও চালু করা হবে।

প্রোফাইল পিকচার গার্ড বা`ফটো গার্ড’ টুলটির মাধ্যমে একজন ব্যক্তির প্রোফাইল ছবিতে অন্য কোনো ব্যক্তিকে ট্যাগ করা বা প্রোফাইল ছবি ডাউনলোড করা আটকানো যাবে বলে দাবি সংস্থার। কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইল ছবির স্ক্রিন শটও নেওয়া যাবে না বলে জানা গেছে। এ ছাড়া ফ্রেন্ডলিস্টে না থাকা কেউই ছবিতে নিজেকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না।

কোনো ব্যবহারকারী এই ফিচারটি চালু করলে ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার এবং প্রোফাইল ছবির নীচের দিকে একটি শিল্ড (ঢাল) আইকন দেখা যাবে, যেটা সূচিত করবে সংশ্লিষ্ট ছবিটি প্রোটেক্টেড।

সূত্র: গাইডিং টেক


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি