ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ফেসবুক নিয়ে ভয়ংকর বিপদে দেবাশীষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৬ আগস্ট ২০১৮

দেশের জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। গত ২৩ জুলাই আইডিটি হ্যাক হয়েছে তার। এর পরদিন শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৩৭০। এখনও আইডি উদ্ধার করতে পারেননি তিনি।

এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘আমার ফেসবুক হ্যাকড হয়েছে। এ নিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম। শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে হঠাৎ শুনলাম আমার আইডি থেকে নানা প্রকার দেশবিরোধী প্রচার, সরকারবিরোধী কথাবার্তা ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
তিনি আরও বলেন, ‘ফেসবুক নিয়ে আমি ভয়ংকর বিপদেই পড়েছি।’

দেবাশীষ আরও বলেন, ‘আমার ফেসবুক আইডি ১০ দিন আগেই হ্যাকড হয়। এ নিয়ে আমি থানায় জিডিও করেছি। আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে হঠাৎ দেখলাম আমার হ্যাকড হওয়া আইডি থেকে নানা রকম উসকানিমূলক মন্তব্য পোস্ট করা হচ্ছে। এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার ফেসবুক আইডি থেকে কোনো স্ট্যাটাস বা পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে আইডি থেকে যেকোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এর জন্য আমি দায়ী নই।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি