ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ফেসবুক ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫৪, ৩ নভেম্বর ২০১৯

ফেসবুকে দায়িত্বশীল পোস্ট দেয়া ও সতর্কতার সঙ্গে তা ব্যবহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যেকোনো কিছু ঘটলে তা আগে যাছাই করে নিন। যারাই গুজব রটাচ্ছে, তাদের ধরা হচ্ছে।’

আজ রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের আয়োজনে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুশাসন প্রতিষ্ঠায় অভিযান চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য সুনির্দিষ্ট তথ্য ছাড়া কারো বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না। সুশাসন প্রতিষ্ঠায় এ অভিযান অব্যহত থাকবে।’

বিসিবি প্রধানের ক্যাসিনো খেলার বিষয়ে তিনি বলেন, ‘বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দেশে নয়, বিদেশের মাটিতে খেলেছেন। অবৈধ ক্যাসিনো যারা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এ খেলায় জড়িত এমন হাজারো মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব নয়।’

সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘দু’একটি ঘটনার রহস্য উদ্ঘাটন এখনো সম্ভব হয়নি। সাগর রুনির ঘটনাও তেমন। তবে চেষ্টা চলছে।’

এছাড়া, চলতি বছরের শেষের দিকে যেকোনো দিনই ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হবেও জানান তিনি।
এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি