ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ফেসবুক মেসেঞ্জারে আসছে নতুন ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৫ নভেম্বর ২০২৪

ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। মেটা অ্যাপটিতে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে, যা পরিবর্তন আনবে ব্যবহারকারীদের অভিজ্ঞতায়। এই নতুন আপডেটে মেসেঞ্জার ব্যবহারকারীরা পাবেন উন্নত এইচডি ভিডিও কল, অবাঞ্ছিত শব্দ দূরীকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক আকর্ষণীয় ফিচার।

ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারসমূহ-

১. এইচডি ভিডিও কল ফিচার: এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে ব্যবহারকারীরা পাবেন এইচডি ভিডিও কলিং সুবিধা। এটি কলের সময় আরও স্পষ্ট এবং উন্নত ভিডিও কলের অভিজ্ঞতা দেবে, বিশেষ করে অবাঞ্ছিত শব্দ কমানোর জন্য। ফলে কলের গুণমান অনেক উন্নত হবে।

২. ওয়াই-ফাই এবং মোবাইল ডেটার জন্য আলাদা সেটিংস: ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টভাবে এইচডি ভিডিও কল চালু থাকবে, তবে মোবাইল ডেটার মাধ্যমে কল করার জন্য ব্যবহারকারীদের ম্যানুয়ালি এইচডি ভিডিও কল চালু করতে হবে। এছাড়া কলের সময় ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার নতুন ফিচারটি ব্যবহার করা যাবে।

৩. অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে অডিও এবং ভিডিও কলের রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে।


৪. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার: মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ফিচার। এটি ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং নতুন চমৎকার ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।

এছাড়াও আইওএস ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারে সিরি-র মাধ্যমে কল এবং বার্তা পাঠানোর সুবিধা পাওয়া যাবে। শুধু সিরি-কে বললেই, মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কাজ করা যাবে।

এই নতুন ফিচারগুলোর মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত এবং আনন্দদায়ক হবে। মেটা ব্যবহারকারীদের জন্য নতুন ও উন্নত অভিজ্ঞতা সরবরাহ করতে প্রস্তুত, যা মেসেঞ্জার অ্যাপটিকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক করে তুলবে।

সূত্র: মেটা

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি