ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন ফিচার বন্ধের উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪৫, ৩১ মার্চ ২০১৮

ফেসিয়াল রিকগনিশন নামে একটি ফিচার রয়েছে ফেসবুকে। গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত ও পরিচয় শনাক্তকরণে সহায়তা করে এটি। কেউ ফেসবুকে বন্ধুদের একটি গ্রুপ ছবি আপলোড করলে ফেসসবুকের ফেসিয়াল রিকগনিশন ফিচারটি চালু থাকলে আর আলাদাভাবে ছবিতে থাকা বাকি বন্ধুদেরকে ট্যাগ করতে হয় না। ফিচারটির কারণে স্বয়ংক্রিয়ভাবেই ছবিতে ট্যাগ পেয়ে যান বন্ধুরা।

অনেকের কাছে এ রকম অহেতুক ট্যাগের কারণে সুবিধাটি বিরক্তিকর লাগতে পারে। কিন্তু চাইলেই ফেসিয়াল রিকগনিশন ফিচারটি বন্ধ করা যাবে।  

তাহলে এখন জেনে নেওয়া যাক কীভাবে ফিচারটি বন্ধ করতে হবে-

স্মার্টফোন থেকে যেভাবে বন্ধ করতে হবে

ফিচারটি বন্ধ করতে হলে স্মার্টফোন ব্যবহারকারীদেরকে প্রথমে ফেসবুক অ্যাপটি চালু করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর প্রাইভেসি শর্টকাট থেকে যেতে হবে ‘মোর সেটিংস’ অপশনে। তারপর নতুন একটি পেইজ চালু হলে সেখান থেকে ‘ফেস রিকগনিশন’ এ গিয়ে ‘নো’ অপশনটি নির্বাচন করতে হবে। তাহলে ফেসিয়াল রিকগনিশন অপশনটি বন্ধ হয়ে যাবে।

কম্পিউটা থেকে যেভাবে বন্ধ করতে হবে

কম্পিউটার থেকে এ ফিচারটি বন্ধ করতে হলে প্রথমে ফেসবুকে লগইন করে উপরে থাকা অ্যারো আইকনে ক্লিক করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। তারপর সেটিংস পেজ বাম পাশে থাকা ‘ফেস রিকগনিশন‘ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফেসিয়াল রিকগনিশন পেজ থেকে ছবি বা ভিডিওর জন্য ফিচারটি চালু রাখার ব্যাপারে জানতে চাওয়া হবে। এর উত্তরে ‘নো’ অপশনে ক্লিক করতে হবে।

একে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি