ফ্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ২১:৫৯, ২০ মার্চ ২০২৫

ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব) এর আয়োজনে মৎস্য ভবনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ মার্চ) রাজধানীর মৎসভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও দেশের মৎস্য সেক্টরের সমৃদ্ধি কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক মোঃ সালমুন হাসান বিপ্লব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশেদুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো.জিয়া হায়দার চৌধুরী, মৎস্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও ফ্যাবের মহাসচিব অলিউর রেজা, কোষাধ্যক্ষ সুলতান আহমেদ, উপপ্রধান রবিউল আলম মন্ডল, উপপরিচালক ড. খালেদ কনক, প্রকল্প পরিচালক মো: মশিউর রহমান, সহকারী প্রধান আবু মোঃ আসাদুজ্জামান সহ ফ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এসএস//
আরও পড়ুন