ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ফ্যাসিবাদের দোসর এখনও গুরুত্বপূর্ণ জায়গায়: অ্যাটর্নি জেনারেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৪

ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ, এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।’
 
বিচারবিভাগে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন, তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘বিপ্লবোত্তর বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার একটি সুযোগ আমরা পেয়েছি। সব অবস্থায় আইনের শাসনকে মূল্য দিতে হবে।’
 
তিনি বলেন, ‘৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।’
 
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি